কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৩
গত ১৪ মে থেকে শুরু হয়েছে জিরো পয়েন্ট এর একটি কুইজের বিভাগ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
কুইজ প্রতিযোগিতা-২- উত্তর
প্রশ্নঃ 2020 সালটিকে WHO -র পক্ষ থেকে International Year of the Nurse and the Midwife হিসাবে ঘোষণা করা হয়েছে। কোন মহান ব্যক্তির ২০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই সম্মান জ্ঞাপন করা হয়েছে।?
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিংগেল।
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-৩
আজ পিয়ার্স ব্রসনানের জন্মদিন। ড্যানিয়েল ক্রেগ-এর আগে তাঁর হাতে প্রায় ৮ বছর ধরে ছিল জেমস্ বন্ডের ব্যাটন। এখনও পর্যন্ত ৭১ টি ফিল্মে অভিনয় করেছেন, পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশনের জন্যও। তবু আমাদের কাছে তিনি বন্ড-ই……বন্ড- জেমস্ বন্ড। এই চরিত্রে তাঁর মাধ্যমেই নির্মাতারা প্রথমবার একটা সুদর্শন প্লেবয় গোছের স্পাই-এর ভাবমূর্তি খুব বিশ্বাসযোগ্য ভাবে তৈরি করেছিলেন যেটা আগের বন্ড মুভিগুলোর থেকে অনেকটাই আলাদা।
আজকের বিষয়ঃ জেমস্ বন্ড।
১। জেমস্ বন্ড চরিত্রের স্রষ্টা কে? ইনি কোন দেশের?
– ইয়ান ফ্লেমিং, ইংল্যান্ড।
২। ফ্লেমিং কতগুলি বন্ড সাহিত্য রচনা করেছেন?
– ১২ টি উপন্যাস ও ২ টি ছোট গল্প।
৩। প্রথম বন্ড উপন্যাস কোনটি?
– ক্যাসিনো রয়্যাল ( Casino Royale), ১৯৫৩।
৪। ফ্লেমিং জেমস বন্ড নামটি রাখেন এক বিশিষ্ট পক্ষী বিশারদ জেমস বন্ডের নামে। ফ্লেমিং নিজেও একজন উৎসাহী পক্ষী পর্যবেক্ষক ছিলেন। পক্ষী বিশারদ জেমস বন্ডের লেখা বই ফ্লেমিং-এর সংগ্রহে ছিল। তাঁর সৃষ্ট স্পাই চরিত্রের জন্য তিনি একটি ছোট, আবেগহীন ও পুরুষালি নাম খুঁজছিলেন। এই নামটি তাঁর পছন্দ হয়। পক্ষী বিশারদ জেমস বন্ড কোথাকার লোক? তাঁর লেখা বইটির কি নাম?
– আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। Field Guide of Birds of the West Indies।
৫। জেমস বন্ডের উপর নির্মিত প্রথম ফিল্ম কোনটি?
– শঁ কনোরি অভিনীত ডঃ নো (১৯৬২)।
৬। পিয়ার্স ব্রসনান অভিনীত চারটি বন্ড মুভি কি কি?
– Golden Eye (1995), Tomorrow Never Dies (1997), The World is Not Enough (1999), Die Another Day (2002)।
৭। বিখ্যাত আমেরিকান সঙ্গীতশিল্পী ম্যাডোনা একটি বন্ড মুভিতে একজন মাইনর বন্ড গার্লের চরিত্রে অভিনয় করেন। ঐ একই মুভির থিম সংও তিনিই গেয়েছিলেন। কোন সিনেমায়?
– Die Another Day (চরিত্রের নাম ভেরিটি- Verity)।
৮। জেমস বন্ড মুভি সিরিজের অনেকগুলিই অস্কার বা অ্যাকডেমি পুরস্কারের জন্য বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে। অস্কার জয় সম্ভব হয়েছে কতবার?
– ৫ বার
৯। জেমস বন্ড মুভি মানেই নামী দামি ব্র্যান্ডের বিদেশি গাড়ির সমাহার। Dr. No ছবিতে প্রথম বারের জন্য বন্ডকে কোন গাড়ি চালাতে দেখা যায়?
– Sunbeam Alpine
১০। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বন্ড ফিল্ম “স্পেক্টার “-এ একটি বিশেষ ঘটনা ঘটেছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করেছে। সেটি কি?
– চলচ্চিত্রের ইতিহাসে সিনেমার প্রয়োজনে ঘটানো সবথেকে বড় মাপের বিস্ফোরণ। দায়িত্বে ছিলেন স্পেশাল এফেক্টস ও মিনিয়েচার এফেক্টস সুপারভাইজার ক্রিস করবোল্ড ( Chris Corbould)।
কুইজ প্রতিযোগিতা-৩
পাঠকের জন্য প্রশ্নঃ
প্রথম কোন বন্ড সিনেমার শুটিং ভারতে হয়?
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু