18/04/2024 : 11:15 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শিক্ষাঞ্জলি || e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭

চিন্তন


আমার ‘মা’ই আমার প্রথম শিক্ষিকা

✒ বিমল মণ্ডল

আমার শিশুকাল, বাল্যকাল,যৌবনকাল আমার মা। কারণ ছোটো থেকেই দেখে এসেছি মা আর অভাবকে। অভাব ছিল আমাদের নিত্যসঙ্গী। মা হাটে বাজারে সবজি ঝুড়ি নিয়ে রোজ রোজ সকাল সন্ধ্যা ঘুরতেন। আর তা দিয়ে আমাদের  সংসার চলতো। মা নিরক্ষর। তবুও ছয় ছেলে মেয়েকে অক্ষরজ্ঞান দিয়েছে। আমি  সবার ছোটো। মায়ের সাথে সাথে বেশি থাকতাম। মায়ের মুখে কত রূপকথার গল্প শুনতাম।মা আমাকে স্বপ্ন দেখাতেন।লেখাপড়া জীবনে যে প্রয়োজন তা মার কাছ থেকে জানা। প্রথম শিক্ষা আমি আমার মায়ের কাছে পাই। মা ছিল আমার দর্শন। শত কষ্ট  যন্ত্রণার মধ্যে মা চেষ্টা করেছেন তাঁর জীবনের সবটুকু দিয়ে। আর মনে মনে মায়ের প্রেরণায় একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি আমি।  মা ধীরে ধীরে  আমার মধ্যে বপন করেছেন প্রকৃত শিক্ষকতার সত্ত্বা।

আমি সেই প্রত্যন্ত  গ্রামের  মায়ের সাথে বেড়ে ওঠা, অভাবকে নিত্যসঙ্গী করে আজ আমি শিক্ষক হয়েছি। মা নেই আজ।  তাই বারবার অনুভব করি মায়ের অভাব।  এজন্য মাকে প্রতিবছর  শিক্ষক  দিবসে  ‘Mothers day’  হিসেবে স্মরণ করি।    ♦

Related posts

কবিতাঃ হে মানুষ মানবিক হও

E Zero Point

পার্থিব দেহত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল

E Zero Point

কবিতাঃ সুরের ঝর্ণাধারা

E Zero Point

মতামত দিন