27/04/2024 : 7:46 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শিক্ষাঞ্জলি || e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭

|| শিক্ষাঞ্জলি ||
e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭


অনুক্রমিকা


লেখক সূচী

মনোময় ঘোষ ♦ সামিমা ইয়াসমিন ♦ বদ্রীনাথ পাল ♦ ডঃ রমলা মুখার্জী ♦ রতন নস্কর ♦ জাহাঙ্গীর দেওয়ান ♦ করকাশ্রী চট্টোপাধ্যায় ♦ সুনন্দ মন্ডল ♦ পরেশ নাথ কোনার ♦ বিমল মণ্ডল ♦ আবদুস সালাম ♦ ফাল্গুনী দে ♦ সুনয় কুমার পাল ♦ মৈত্রেয়ী সিংহরায় ♦ কবিরুল ♦ শ্যামল কুমার সরকার
অঙ্কন ভাবনা
প্রচ্ছদঃ আফরিন আবৃত্তি আলি চিত্রঃ বনবিবিতলা উচ্চ বিদ্যালয়-
অনুসূয়া দাস ♦ নিবেদিতা কোলে, ♦ অহনা সাঁতরা ♦ এষা ধারা ♦ রিঙ্কু বিশ্বাস ♦ উষশ্রী দে
পেপার ক্রাফ্টঃ আয়ুষ মন্ডল


সম্পাদকের কথা


শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের দিন আজকের শিক্ষক দিবস। সেই ছোট্ট থেকে প্রাইমারী স্কুল থেকে হাই স্কুল শিক্ষক দিবস মানেই ব্ল্যাক বোর্ডটির অধিকার আজ বেঞ্চিতে বসা শিক্ষার্থীদের। শিক্ষক-শিক্ষিকার প্রতি নানবিধ উপায়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

বিশেষ দিনের বিশেষ মানুষ – আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মরণ। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন , তার জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি সকল শিক্ষকের দিবস রূপে উৎযাপিত হয় তবে তিনি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবেন।‌ ছাত্র ছাত্রীরা এই প্রস্তাব গ্রহণ করে। পরে সরকারী ভাবে দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।

শিক্ষকদিবস ও শিক্ষদান নিয়ে বেশি লেখার ক্ষমতা আমার নেই, শুধু এইটুকুই বলতে চাই,
দেশ ও সমাজ গঠনের জন্য শিক্ষক অবতারে জন্ম আপনার। আপনার জ্ঞানালোকে আলোকিত হোক বিশ্বভুবন।

প্রতিষ্ঠাতা সম্পাদক সেখ আনসার আলির প্রথম প্রয়াণতিথি থেকে জিরো পয়েন্ট আর্ন্তজাল জগতে প্রবেশ করে www.ezeropoint.net -মাধ্যমে। বৈশাখ মাসের  নববর্ষ সংখ্যার পর, জৈষ্ঠ্য মাসে আত্মপ্রকাশ করেছিল রবীন্দ্র-নজরুল সংখ্যা, আষাঢ় মাসে আষাঢ়ে ভূতের আড্ডা, শ্রাবণ মাসে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে সংখ্যা আত্মপ্রকাশ করেছে। সকলের সুবিধার্থে আবার সেই সংখ্যাগুলির লিঙ্ক নীচে দেওয়া হল।
e-জিরো পয়েন্ট – বৈশাখী ১৪২৭

e-জিরো পয়েন্ট – জ্যৈষ্ঠ ১৪২৭ (রবীন্দ্র-নজরুল সংখ্যা)

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

প্রতি বাংলা মাসে প্রকাশিত হয় ই-ম্যাগাজিন – e-জিরো পয়েন্ট। সকলের মতামত আমাদের পাথেয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন ও লিখতে থাকুন।


– আনোয়ার আলি,
সম্পাদক ও প্রকাশ জিরো পয়েন্ট।
(২০শে ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ)
(৫ই সেপ্টেম্বর ২০২০)

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

দৈনিক কবিতাঃ মেঘলাযাপন

E Zero Point

দোলযাত্রা – খেলা হোক সুস্থ সমাজ ও চেতনার বিকাশের লক্ষ্যে

E Zero Point

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

মতামত দিন